বাসস দেশ-৪৫ : সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সিভিএফ প্রেসিডেন্সির বিশেষ দূত নিযুক্ত

365

বাসস দেশ-৪৫
আজাদ-সিভিএফ
সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ সিভিএফ প্রেসিডেন্সির বিশেষ দূত নিযুক্ত
ঢাকা, ১৪ জুন, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ জাতিসংঘের ক্লাইমেট ভারনারেবল ফোরাম (সিভিএফ) প্রেসিডেন্সির বিশেষ দূত নিযুক্ত হয়েছেন।
জাতিসংঘের সাবেক মহাসচিব ও সিভিএফ সভাপতি বান কি-মুন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এই নিয়োগ প্রদান করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র আজ জানায়।
বান কি-মুন ও শেখ হাসিনার যৌথ স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়, ‘আপনাকে জাতিসংঘের ক্লাইমেট ভারনারেবল ফোরাম (সিভিএফ) প্রেসিডেন্সির বিশেষ দূত নিযুক্তির সিদ্ধান্তের কথা আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি।’
নিয়োগপত্রে আরো বলা হয়, ‘আপনি সিভিএফ সভাপতির মূল প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করবেন।’
উল্লেখ্য, আবুল কালাম আজাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য এসডিজি সমন্বয়ক হিসেবে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন প্রচেষ্টার সমন্বয় করার ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
বাসস/এসএইচ/অনু-এবিএইচ/২২৫৪/এবিএইচ