বাসস ক্রীড়া-১২ : লকডাউনে দক্ষিণ আফ্রিকায় বাড়ি বাড়ি হামলা হচ্ছে

199

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-স্টেইন
লকডাউনে দক্ষিণ আফ্রিকায় বাড়ি বাড়ি হামলা হচ্ছে
কেপ টাউন, ১৩ জুন ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে বিশ্বের অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। কারও রোজগার বন্ধ হয়ে গেছে, অনেকে চাকরিও হারিয়েছেন। সেই প্রভাব কতটা ভয়ংকর হতে পারে, তা দেখলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্ট্রেইন। গত এক সপ্তাহে স্টেইনের বাড়িয়ে তিনবার হামলা হয়েছে।
সাামজিক যোগাযাগ মাধ্যম টুইটার নিজের অ্যাকাইন্টে স্টেইন লিখেন, ‘গতশুক্রবার থেকে এ পর্যন্ত তিনবার আমার বাড়িতে হামলা হয়েছে। আজ রাতে আমার মা বাড়িতে একা ছিলেন। সে সময় হামলা হলে আমার ভীষণ ভয় পেয়েছেন। যা হচ্ছে, খুবই ভয়ানক ব্যাপার ঘটছে।’
করোনাভাইরাসের কারনে মানুষ হতাশাগ্রহস্থ হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলে মনে করেন স্টেইন। কেপ টাউনের শহরের কাছেই থাকা স্টেইন টুইটে লিখেন, ‘করোনাভাইরাসের কারণে স্বাভাবিকভাবেই মানুষ হতাশার মধ্যে দিন পার করছেন। তাই ক্ষোভ থেকেই মানুষ এমন করছে। কিছুদিন আগের আমার বন্ধুর বাড়িতেও এমন হামলা হয়েছে। আমার মনে হয়, আমার এই বার্তা সবাইকে সাহায্য ও সর্তক করবে। যাতে যাতে নিরাপদে থাকে।’
করোনাভাইরাসের কারনে গত এপ্রিল ও মে মাসে সীমিত আকারে লকডাউন ছিল দক্ষিণ আফ্রিকায়। এ মাস থেকে লেভেল থ্রি লকডাউন দিয়েছে দেশটির সরকার।
বাসস/এএমটি/১৮৪৯/স্বব