বাসস দেশ-২৬ : চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

192

বাসস দেশ-২৬
চট্টগ্রাম-বন্দুকযুদ্ধ
চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
চট্টগ্রাম, ১১ জুন, ২০২০ (বাসস) : চট্টগ্রামের মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব সূত্রে জানা যায়, নিহত যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন পরিবহনে দলবল নিয়ে ডাকাতি করতো।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন জানান, বুধবার দিবাগত রাতে একটি চক্র মহাসড়কের বড়তাকিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছুলে টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাতদের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ৩০ থেকে ৩২ বছরের একজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে দু’টি অস্ত্র, আট রাউন্ড গুলি ও বেশকিছু দা-ছুরি উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।
স্থানীয়রা জানান, ঢাক চট্টগ্রাম মহাসড়কে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্ন কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে এলিট ফোর্স র‌্যাব তাদের অভিযান অব্যাহত রেখেছে। এর একদিন আগেও ৩ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব।
বাসস /কেএস/এফএইচ/২০০০/এবিএইচ