বাসস বিদেশ-১১ : নাইজেরিয়ায় জিহাদি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে

397

বাসস বিদেশ-১১
নাইজেরিয়া-অস্থিরতা-জিহাদি
নাইজেরিয়ায় জিহাদি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে
কানো (নাইজেরিয়া), ১১ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার
ইসলামিক স্টেট সংশ্লিষ্ট জিহাদিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। বুধবার কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
মঙ্গলবার দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের গুবিও জেলার প্রত্যন্ত ফেলো গ্রামে এই হত্যাযজ্ঞ চালানো জিহাদিরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শাখার সদস্য বলে ধারণা করা হচ্ছে। সেখানে হামলার মুখে পালাতে থাকা গ্রামবাসীদের লক্ষ্য করে তারা গুলি ছোড়ে এবং পলায়নরত গ্রামবাসীদের গাড়িচাপাও দেয়।
গ্রামটি পরিদর্শনকালে বর্নো রাজ্য গভর্নর বাবাগানা জুলাম উমারা সাংবাদিকদের বলেন, তারা এ ভয়াবহ হামলায় নিহত ৮১ জনের পরিচয় জানতে পেরেছে।
২০১৬ সালে বোকো হারাম থেকে বেরিয়ে আসা আইএসডব্লিউএপি’র হামলার প্রধান লক্ষ্য সামরিক বাহিনী হলেও তারা বেসামরিক নাগরিকদের ওপরও হামলা ক্রমেই বৃদ্ধি করছে বলে অভিযোগ রয়েছে।
বাসস/এমএজেড/১৯২০/জেহক