চট্টগ্রামে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

573

চট্টগ্রাম, ১০ জুন ২০২০ (বাসস) : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে। এ সময় তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র‌্যাব জানায়।
র‌্যাব-৭ জানায়, তারা মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহাসড়কের সীতাকুন্ড উত্তর সোনা পাহাড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে র‌্যাব তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে।
তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, সাতরাউন্ড গুলি এবং বেশকিছু দা-ছুরি উদ্ধার করা হয়। আটকৃতরা হলো, বাড় বকুন্ড এলাকার আবু তালেবের ছেলে ইমাম হোসেন (২০), নুরুল আলমের ছেলে ইকবাল হোসেন (২৫) ও ফকিরহাট এলাকার খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল (২২)। তাদের বাড়ি সীতাকুন্ড থানা এলাকায়।
সীতাকু- থানার ওসি তদন্ত শামীম শেখ বাসসকে জানান, ডাকাতদের আজ ভোরে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।