বাসস দেশ-২৫ : জলাশয়-নর্দমা পরিস্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডিএসসিসি : মেয়র তাপস

154

বাসস দেশ-২৫
ডিএসসিসি-জলাশয়
জলাশয়-নর্দমা পরিস্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডিএসসিসি : মেয়র তাপস
ঢাকা, ১০ জুন, ২০২০ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অন্তর্গত ব্যক্তিমালিকানাধীন ছাড়া অন্যান্য সকল জলাশয় পরিস্কার কার্যক্রম আগামী রোববার থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার থেকে নর্দমা পরিস্কার কার্যক্রমও শুরু করা হবে বলে মেয়র জানান।
আজ ডিএসসিসি বাস্তবায়নাধীন ওসমানী উদ্যানের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি একথা জানান।
এ সময় মেয়র তাপস বলেন, ‘এই জলাশয়গুলো পরিস্কার করার পর আমরা সেখানে মাছ চাষের ব্যবস্থা করবো এবং হাঁস অবমুক্ত করবো, যাতে করে সব সময় পানি সচল থাকে। তিনি বলেন, পর্যায়ক্রমে সে সকল কার্যক্রম বাস্তবায়ন করব। আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসী পরিবর্তনের প্রতিফলন শিগগিরই উপলব্ধি করতে পারবেন।
তিনি ওসমানী উদ্যান উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে শ্লথ গতিতে ক্ষোভ প্রকাশ করে কার্যক্রমে গতি আনতে নতুন কিছু নির্দেশনাও দেন।
পরে মেয়র তাপস বংশালের বাংলাদেশ মাঠের উন্নয়ন কাজে গৃহীত প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং আগামী তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শতভাগ শেষ করার নির্দেশ দেন।
মেয়রের সাথে এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোহাম্মদ ইমদাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএসএইচ/১৯৪৮/-এবিএইচ