জাপানে নিটওয়্যার মেলায় অংশগ্রহণ করবে বিকেএমইএ’র নেতৃত্বাধীন ৩১ স্টল

739

ঢাকা, ২ এপ্রিল, ২০১৮ (বাসস) : বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)নেতৃত্বাধীন ৩১টি স্টল জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য নিটওয়্যার মেলায় অংশগ্রহণ করবে।
বিকেএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টোকিওতে নিটওয়্যার মেলা ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও-২০১৮’ আগামী ৪ এপ্রিল শুরু হয়ে তা ৬ এপ্রিল শেষ হবে। জাপানে নিটওয়্যার রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ব্যাপী এ মেলায় মোট ৩১টি স্টল অংশগ্রহণ করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান এমপির নেতৃতে বিকেএমইএ’র ৮০ সদস্য বিশিষ্ট নিটওয়্যার রপ্তানিরকারক প্রতিনিধি দল এ মেলায় অংশগ্রহণ করবেন।
বর্তমানে জাপান সারা বিশ্ব থেকে ১৩ বিলিয়ন মার্কিন ডলারের নিট পোশাক আমদানি করে, সেখানে বাংলাদেশ থেকে রপ্তানিকৃত নিট পণ্যের পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। তবে এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে ৯০০ মিলিয়নে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশি নিটওয়্যার রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা অব্যাহত রাখতে জাপান সরকারের প্রতি অনুরোধ জানান বিকেএমইএ’র সভাপতি।
তিন দিনব্যাপী এই মেলা চলাকালে জাপানের মিনিস্ট্রি অব ইকোনোমি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমইটিআই), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান টেক্সটাইল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (জেটিআইএ), পেগাসাস, জাপান চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই), টোকিও চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিসহ (টিসিসিআই) বিভিন্ন আমদানি-রপ্তানিকারকদের সংগঠনগুলোর সাথে আলোচনা করবেন বিকেএমইএ সভাপতি। এতে বাংলাদেশে নিট খাতে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ, সম্ভাবনা, নিটওয়্যার আমদানি-রপ্তানির সমস্যা-সমাধানসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত থাকবে।