বাসস দেশ-২৭ : অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষরাই ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দেবেন : আইসিটি প্রতিমন্ত্রী

360

বাসস দেশ-২৭
আইসিটি প্রতিমন্ত্রী-বিসিসি
অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষরাই ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দেবেন : আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, ৫ জুন, ২০২০ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভবিষ্যতের চাহিদা পূরণে সরকার ফ্রন্টিয়ার (অত্যাধুনিক) প্রযুক্তিতে দক্ষ মানুষ তৈরি করছে। যারা প্রত্যেকেই ভবিষ্যতে ডিজিটাল বিপ্লবে নেতৃত্ব দেবেন।
প্রতিমন্ত্রী আজ জুম অনলাইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট এন্ড গ্রোথ অব্ দ্য আইটি-আইটিইএস ইন্ডাস্ট্রি (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে ফ্রন্টিয়ার টেকনোলজির অনুষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, মেশিন লার্নিং, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটির মতো ফ্রন্টিয়ার টেকনোলজিতে দক্ষ মানুষ তৈরি করছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসর (বেসিস) সভাপতি আলমাস কবির ।
বাসস/তবি/এমএন/২১৪৫/স্বব