হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে ট্রাম্পের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি : হোয়াইট হাউস

267

ওয়াশিংটন, ৪ জুন, ২০২০(বাসস ডেস্ক) : বিতর্কিত ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুস্থ আছেন। স্থ’ূল হওয়া সত্ত্বেও তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।
বার্ষিক মেডিক্যাল চেকআপের পর হোয়াইট হাউস বুধবার এ কথা জানিয়েছে।
প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কেলিহ ম্যাকএনি সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট সুস্থ আছেন।
অনেক মেডিক্যাল কর্তৃপক্ষের সুপারিশ অগ্রাহ্য করে ট্রাম্প করোনা থেকে রেহাই পেতে ম্যালেরিয়ার ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করেন।
এদিকে নিয়মিত পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভও আসছে বলে জানা গেছে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের মেডিক্যাল চেকআপের রিপোর্ট প্রকাশ করা হয়েছিল।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তিনি ৭০ বছর বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
চলতি মাসে তিনি ৭৪ বছর বয়সে পা দেবেন।