মেক্সিকোতে এই প্রথমবারের মতো করোনায় দৈনিক মৃত্যু ১ হাজার ছাড়ালো

371

মেক্সিকো সিটি, ৪ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মেক্সিকোতে এই প্রথমবারের মতো ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস সংক্রান্ত মৃত্যু বুধবার ১ হাজার ছাড়ালো। স্বাস্থ্যমন্ত্রীর দপ্তর একথা জানায়। খবরম এএফপি’র। সূত্র জানায়, প্রতিদিনের হিসাবে বুধবার মেক্সিকোতে কোভিড-১৯ ভাইরাস ১ হাজার ৯২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। আগের দিনের চেয়ে আজকের মৃত্যুর এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
স্বাস্থ্য বিষয়ক আন্ডারসেক্রেটারি হগ লোপেজ গ্যাটেল করোনায় মৃত্যুর এ বড় ব্যবধানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বুধবার গণনা করা মৃত্যুর কিছু সংখ্যকের মৃত্যু ঘটেছিল দুই সপ্তাহেরও বেশি সময় আগে।
স্বাস্থ্য দপ্তর জানায়, মেক্সিকোতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যাবেড়ে বর্তমানে ১ লাখ ১ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে।