বাসস ক্রীড়া-১৮ : হেলালের মৃত্যুতে বিসিবির’র শোক

455

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-হেলাল-বিসিবি
হেলালের মৃত্যুতে বিসিবির’র শোক
ঢাকা, ৩১ মে ২০২০ (বাসস) : মস্তিস্কে রক্তক্ষরণের পর দু’দিন মৃত্যুর সাথে লড়াই গতকাল বেলা ১২টায় মারা যান সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল।
হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মস্তিস্কে রক্তক্ষরণ হলে ২৮ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল হেলালকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন হেলাল।
বরিশাল থেকে উঠে এসে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন হেলাল। ফুটবল ক্যারিয়ারে পুরো সময়ই আবাহনীতে কাটিয়েছেন তিনি। তাই ‘আবাহনীর হেলাল’ নামে তকমা পান হেলাল।
১৯৭৯-১৯৮৫ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন হেলাল। ফুটবল ক্যারিয়ারকে বিদায়ের পর আবাহনীর পরিচালক, ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন হেলাল। ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য হন হেলাল।
বাসস/এএমটি/২০৩৫/স্বব