বাসস ক্রীড়া-১৫ : জুলাইয়ে আট সদস্যের টেনিস টুর্নামেন্ট আয়োজন করছেন থিম

344

বাসস ক্রীড়া-১৫
টেনিস-থিম
জুলাইয়ে আট সদস্যের টেনিস টুর্নামেন্ট আয়োজন করছেন থিম
অস্ট্রিয়া, ৩০ মে ২০২০ (বাসস) : সীমিত আকারে দর্শকদের উপস্থিতিতে কিটজবুহেলে ৭ থেকে ১১ জুলাই আট জনের একটি টেনিস টুর্নামেন্টের আয়োজন করবেন অস্ট্রিয়ার ডোমিনিক থিম। আয়োজকদের পক্ষ থেকে আজ শনিবার এ ঘোষনা দেয়া হয়েছে।
ক্লে-কোর্ট ইভেন্টে ফ্রান্সের জাইল মনফিলসের সাথে খেলবেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিষ্ট থিম।
১৩ জুলাই থেকে শুরু হওয়া বার্লিন টুর্নামেন্টেও অংশ নিবেন থিম। সেখানে তার সাথে থাকবেন আলেক্সজান্দ্রা জেভরেভ ও নিক কিরগিওস।
করোনাভাইরাসের কারনে গেল মার্চ মাস থেকে এটিপি ও ডব্লুটিএর সকল ইভেন্ট স্থগিত রয়েছে। এটিপি জানিয়েছে, আগামী আগস্টের আগে কোন প্রতিযোগিতা শুরুর কোন সম্ভাবনাই নেই।
‘থিম সেভেনের’ ইভেন্টের আয়োজকরা বলেছেন, এই প্রতিযোগিতার প্রাইজমানি ৩ লাখ ৩৩ হাজার ডলার। টুর্নামেন্টটি এটিপি ফাইনালের মত রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ডিরেক্টর ফ্লোরিয়ান জিনাগল বলেন, ‘মঙ্গলবার থেকে আমরা প্রতিদিন দিন-রাত উভয়ই সেশনের পরিকল্পনা করছি। গ্যালারিতে সীমিত আকারে দর্শক থাকবে এবং অবশ্যই, অস্ট্রিয়ান ফেডারেল গর্ভমেন্টের নিয়ম মেনে চলতে হবে।’
সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে। আমন্ত্রিত আরও ছয় খেলোয়াড়ের নাম পরে ঘোষনা করা হবে।
থিম বলেন, ‘আসল লক্ষ্য হলো, এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের ম্যাচ খেলার প্রস্তাব দেয়া। যা প্রশিক্ষণের অংশ হতে পারে।’
বাসস/এএমটি/২০৪৪/স্বব