অলিম্পিক চ্যাম্পিয়ন রুদিশা ১৬ সপ্তাহের জন্য ট্র্যাকের বাইরে

240

নাইরোবি, ৩০ মে ২০২০ (বাসস) : ৮০০ মিটারে অলিম্পিকে দুইবারের বিশ্ব রেকর্ডধারী ডেভিড রুদিশা বাম গোঁড়ালির ইনজুরির কারনে ১৬ সপ্তাহের জন্য ট্র্যাকের বাইরে চলে গেছেন।
গত ১৯ মে পশ্চিম কেনিয়ার নিজ গ্রাম কিলগোরিসে ইনজুরিতে আক্রান্ত হন ৩১ বছর বয়সী রুদিশা। চিকিৎসকরা পরবর্তীতে জানিয়েছেন তার গোঁড়ালির হাড়ে চিড় ধরেছে।
২০১২ লন্ডন অলিম্পিকে ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ পদক জয় করা রুদিশা বিশ^ রেকর্ড গড়েছিলেন। সম্প্রতী তিনি হাঁটুর ইনজুরি কাটিয়ে ট্র্যাকে ফিরেছিলেন। এই ইনজুরির কারনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত দোহা বিশ^ চ্যাম্পিয়নশীপে তিনি অংশ নিতে পারেননি।
এর আগে পায়ের ইনজুরির কারনে রুদিশা পুরো ২০১৩ ও ২০১৪ মৌসুমে ট্র্যাকের বাইরে ছিলেন।