যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১,২২৫ জনের মৃত্যু : জনস হপকিন্স

286

ওয়াশিংটন, ৩০ মে, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে শুক্রবার মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরো ১ হাজার ২২৫ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২ হাজার ৭৯৮ জনে দাঁড়ালো। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় শনিবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যার দিক থেকে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ৪৫ হাজার ৬০৬ জনে দাঁড়িয়েছে।
ট্রাম্প বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি এবং সংস্থাটি চীনের প্রতি অনেক উদারতা দেখাচ্ছে এমন অভিযোগ তুলে এ আন্তর্জাতিক সংগঠনের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়ার পর দেশটিতে সর্বশেষ এসব মানুষ প্রাণ হারালো। গত বছরের শেষের দিকে চীনে প্রথম ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়।
ট্রাম্প গত মাসে ডব্লিউএইচও’কে তহবিল দেয়া স্থগিত করে। এখন পর্যন্ত জাতিসংঘের এ সংস্থাকে সবচেয়ে বড় অংকের তহবিলের যোগানদাতা দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্র এ সংস্থাকে ৪০ কোটি ডলার প্রদান করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কমিউনিটিতে লকডাউন শিথিল করা অব্যাহত রয়েছে।
শুক্রবার গভর্নর অ্যান্ড্রিউ কোমো বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নগরী নিউইয়র্ক আগামী ৮ জুন থেকে সেখানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়া শুরু করতে যাচ্ছে।
বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি।