বাসস ক্রীড়া-১০ : টেস্ট ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে চান রাহি

415

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-রাহি
টেস্ট ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে চান রাহি
ঢাকা, ২১ মে ২০২০ (বাসস) : যেখানে ওয়ানডে ও টি-২০ ক্রিকেট দিয়ে খেলোয়াড়রা নাম ও খ্যাতি অর্জন করতে চান, সেখানে আবু জায়েদ রাহি প্রতিষ্ঠিত হতে চানটেস্ট ক্রিকেটে। ক্রিকেটের অন্যান্য ফরম্যাটের চেয়ে টেস্টেই নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রাহির।
বল হাতে দু’দিকে সুইং করতে পারদর্শী রাহি বাংলাদেশের ‘জেমস এন্ডারসন’ হিসেবে বিবেচিত। বাংলাদেশের মত স্পিন সংখ্যাধিক্য দলেও প্রধান টেস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাহি।
আজ বাসসকে রাহি বলেন, ‘আমি এখন টেস্ট ক্রিকেটের দিকে বেশি মনোনিবেশ করছি। ওয়ানডে ও টি-২০ ক্রিকেট এখন আমার মনের মধ্যে নেই।’
তিনি আরও বলেন, ‘আমি প্রথমে টেস্ট ক্রিকেটে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং পরবর্তীতে ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে মনোনিবেশ করবো। আমি বিশ্বাস করি, আমি যদি টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারি, তবে সংক্ষিপ্ত সংস্করনে আমার পক্ষে পারফরমেন্স করা সহজ হবে।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাধ্যমে খ্যাতির তকমা পান রাহি। যে সময় টিম ম্যানেজমেন্ট টেস্টে ক্রিকেটের জন্য ভালো পেসার বোলারের সন্ধানে ছিলো, ঐসময় বুদ্ধিদীপ্ত ও বৈচিত্র্যময় বোলিং দিয়ে রাহি প্রথম পছন্দের তালিকায় নিয়ে আসে।
রাহির আগমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো। তাই স্পিন নির্ভর কৌশল পাল্টে সম্প্রতি দেশের মাটিতে টেস্ট সিরিজে পেস দিয়ে পরিকল্পনা সাজায় টিম ম্যানেজমেন্ট।
এখন পর্যন্ত ৯ টেস্টে ২৪ উইকেট শিকার করেছেন রাহি। যদিও এখনো ইনিংসে পাঁচ উইকেট শিকারের নজির গড়তে পারেননি। কিন্তু তার ধারাবাহিকতা ও বৈচিত্র্য আভাস দিয়েছে, সেটি খুব বেশি দূরে নয়। করোনা মহামারির কারণে ক্রিকেটে ছেদ না ঘটলে হয়তো ইতোমধ্যেই রাহির পাঁচ উইকেট শিকারর স্বপ্ন পুরন হতো।
এ বছর টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বেশ কিছু ম্যাচ ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারনে তা থমকে গিয়েছে।
যা রাহির জন্য খুবই হতাশার। কারন বোলিং গড়ে উন্নতি করার লক্ষ্য স্থির করেছিলেন তিনি। এখন তার বোলিং গড় ৩২ দশমিক ৪৫।
বাংলাদেশের বোলারদের মধ্যে এই গড় খুবই ভালো। কিন্তু রাহি, এতে খুশি নন। সে অনেক দূর যেতে চাইছে।
রাহি বলেন, ‘এটি খুবই হতাশার। এ বছর বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের থামিয়ে দিয়েছে। আমি জানি না, মহামারী শেষে বিশ্বে কি ঘটবে কিন্তু আমি আশাবাদি, একই পারফরমেন্স নিয়ে আমি ফিরতে পারবো।’
গেল দু’বছরে নিউজিল্যান্ড-পাকিস্তান ও ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্টে বোলারদের পারফরমেন্সের খারাপ হলেও, উজ্জল ছিলেন সিলেটের এই পেসার।
অন্য বোলারদের যেখানে ব্যর্থ হন, তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন রাহি। এমনকি হোম কন্ডিশনে পেসারদের জন্য সহায়ক না হবার পরও ভালো পারফরমেন্স করেছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টানা পাঁচ টেস্ট খেলার নজির দেখিয়েছেন রাহি।
দেশের মাটিতে টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের বিপক্ষে লড়াই করতে না পারাটা হতাশার ছিলো। কিন্তু রাহি, ব্যাটসম্যানদের অফ-স্ট্যাম্পে খেলতে বাধ্য করেন এবং ভালো আউটসুইং পেয়েছিলেন।
তার বোলিং দ্রুত গতির নয়, কিন্তু ভালো করার তাগাদা থেকে এন্ডারসনের মত উপযোগি টেস্ট বোলার হয়ে উঠছেন তিনি।
রাহি বলেন, ‘আমার প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন, আমি এন্ডারসনের মত এবং আমি আরও অনেকবার শুনেছি, আরও ভালো করা যেতো, যদি আমি ইংল্যান্ডে জন্ম নিতাম।’
বোলিং কোচ ওটিস গিবসন, রাহির বোলিং স্টাইল পরিবর্তন না করায় তার প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছেন।
তিনি বলেন, ‘তিনি আমাকে স্বাধীনতা দিয়েছেন। তিনি শুধু আমাকে একবার বলেছিলেন, ইন-সুইং ডেলিভারির সংখ্যা কমাতে হবে। কিন্তু আমি যা করতে চেয়েছিলাম, সে আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং কখন-কখনও সমস্যার সমাধান করেছেন। এটাই।’
ইংল্যান্ডে ডিউক বলে খেলার স্বপ্ন দেখছেন রাহি। তিনি মনে করেন, যা তার বোলিং শক্তির সাথে মানানসই হবে।
তিনি বলেন, ‘আমি সত্যিই ডিউক বল দিয়ে ইংল্যান্ডের কন্ডিশনে খেলতে আগ্রহী। যা আমার মনে হয়, আমার সুইং বোলিং প্রদর্শনে আর কাজে দিবে।’
বাসস/এএমটি/২০২২/স্বব