নিয়মের বাইরে নন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীও

504

ওয়েলিংটন, ১৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডে করোনা ভাইরাস মোকাবেলার কঠোর নিয়ম থেকে কেউই রেহাই পাচ্ছেন না। এমনকি দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডের্নও না।
করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। জেসিন্ডার চালু করা এ নিয়ম মেনেই ক্যাফে থেকে ফেরত পাঠানো হলো খোদ প্রধানমন্ত্রী ও তার সঙ্গীদের। ওয়েলিংটনে শনিবার জেসিন্ডা ও তার সঙ্গী ক্লার্ক গেফোর্ড তাদের বন্ধুদের নিয়ে ক্যাফেতে যান। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে ভেতরে জায়গা না থাকায় তাদের ঢুকতে দেয়া হয়নি।
ক্যাফেতে খাচ্ছিলেন এমন একজন বিস্মিতভাবে জানালেন, জেসিন্ডা ভেতরে ঢুকতে গেলে স্টাফরা বাধা দিয়ে বললেন, কোন টেবিল খালি নেই। এরপর তারা চলে গেলেন।
কিন্তু সৌভাগ্যক্রমে খুব দ্রুতই একটি টেবিল খালি হয়ে গেলে স্টাফ দৌড়ে গিয়ে প্রধানমন্ত্রী ও তার দলবলকে ডেকে নিয়ে আসেন।
এ ঘটনায় দায় নিজের কাঁধে নিয়ে গেফোর্ড টুইট করে বলেন, এর জন্যে আমিই দায়ি। আমি কোথাও কিছু বুক
করে রাখিনি।
উল্লেখ্য নিউজিল্যান্ডে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। কঠোর সামাজিক দূরত্ব মেনে বৃহস্পতিবার থেকে ক্যাফে ও রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে।