বাসস ক্রীড়া-১১ : রাশিয়া বিশ্বকাপে দর্শক উপস্থিতি প্রায় শতভাগ; নতুন রেকর্ড

711

বাসস ক্রীড়া-১১
ফুটবল-বিশ্বকাপ-রাশিয়া
রাশিয়া বিশ্বকাপে দর্শক উপস্থিতি প্রায় শতভাগ; নতুন রেকর্ড
মস্কো, ১৮ জুলাই ২০১৮ (বাসস) : দর্শক উপস্থিতিতে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া বিশ্বকাপ। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ওলগা গোল্ডেটস জানিয়েছেন টুর্নামেন্টর দর্শক সংখ্যা ছাড়িয়ে গেছে ৩ মিলিয়ন এবং মাঠে দর্শক উপস্থিতি প্রায় শতভাগ।
বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে গোল্ডেটস বলেন, ‘এই আসরটি বিভিন্ন দিক থেকে অসংখ্য অতীত রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বিশ্বকাপ উপলক্ষে মাঠে উপস্থিতির সংখ্যা ৩০ লাখ ৩১ হাজার ৭৬৮। যা বিশ্বকাপ ইতিহাসে মাঠে সর্বোচ্চ উপস্থিতির সর্বোচ্চ রেকর্ড। প্রতিটি ম্যাচে প্রায় শতভাগ দর্শক মাঠে উপস্থিত হয়েছিল।’
তিনি আরো বলেন, যে সব দর্শক বিদেশ থেকে রাশিয়া বিশ্বকাপ উপভোগ করতে এসেছিল, তাদের বেশিরভাগ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও জার্মানীর নাগরিক। এছাড়া ২৫টি দেশের প্রেসিডেন্ট, ৭ জন রাজ পরিবারের সদস্য এবং ১১টি দেশের রাষ্ট্রপ্রধান বিশ্বকাপ চলাকালে রাশিয়া সফর করেছেন বলে তিনি উল্লেখ করেন।
গত ১৪জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মত বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল তারা। দেশের ১১টি শহরে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের খেলা।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৯৩০/মোজা/স্বব