বাসস দেশ-৩৭ : সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটে অভিযান

372

বাসস দেশ-৩৭
সিলেট- অর্থদন্ড
সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটে অভিযান
সিলেট ১৬ মে, ২০২০ (বাসস) : সিলেট মহানগরীর বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে ৮ ব্যাবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সিলেটে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮টি দোকানের মালিককে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মো. জসীম উদ্দিন।
তিনি জানান, আজ দুপুরে নগরের বন্দরবাজার, মহাজনপট্টি ও লালদিঘীরপারে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। এ সময় দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা না মেনে শারীরিক দূরত্ব বজায় না রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ৮টি দোকানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিলেট মেট্রোপলিটন পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
বাসস/মকসুদ/কেসি/২২৪৫/স্বব