বাসস দেশ-৩৫ : পেট্রাপোল সীমান্ত দিয়ে আরও ২২০ জন বাংলদেশী যাত্রি দেশে ফিরেছেন

384

বাসস দেশ-৩৫
পেট্রোপোল- যাত্রি
পেট্রাপোল সীমান্ত দিয়ে আরও ২২০ জন বাংলদেশী যাত্রি দেশে ফিরেছেন
কলকাতা, ১৬ মে ২০২০ (বাসস) : পশিমবাংলার কলকাতসহ বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও
২২০ জন আটকে পড়া বাংলাদেশী আজ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। এ নিয়ে গত চার দিনে একই সীমান্ত দিয়ে মোট ১০৫০ জন নাগরিক দেশে ফিরলেন। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের বহু নাগরিক চিকিৎসাসহ বিভিন্ন কারণে ভারতের বিভিন্ন শহরে গিয়ে ভারত সরকারের কয়েকদফা লকডাউন জারির কারণে আটকে পড়ে।
পরবর্তীতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদের দেশে ফেরার ব্যাপারে সরকার অনুমতি জারি করে বলা হয় শুধু মাত্র পশ্চিমবাংলার হরিদাস পুর সিমান্ত পেট্রাপোল চেক পোস্ট খোলা থাকবে এবং দেশে ফেরার জন্য সবাইকে এই পথেই যাতায়াত করতে হবে। এর পর থেকেই বাংলাদেশের নাগরিকরা পেট্রাপোল সিমান্ত দিয়ে দেশে ফেরা শুরু করে।
পেট্রাাপোল ইমিগ্রেশন কর্মকর্তা জয় বিশ্ব গত কয়েক দিনের ফেরা যাত্রিদের পরিসংখ্যান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত: গত এক সপ্তাহ ধরে যাত্রী য়াতায়ত বেড়ে গেছে। এই একটি পথ খোলা থাকার কারণে ধারা হিকভাবে যাতায়াত করছে।
বাসস/ডিএম/কেসি/২১২০/স্বব