করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ৩০ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এলজিআরডি মন্ত্রণালয়

341

ঢাকা, ১৪ মে, ২০২০ (বাসস) : করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের জন্য ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ/মন্ত্রণালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একে সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের জন্য ৩০ কোটি ৬৩ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ/মন্ত্রণালয়। এর মধ্যে ১২টি সিটি কর্পোরেশনের জন্য ১৬ কোটি ৫০ লাখ টাকা এবং ৩২৮টি পৌরসভার জন্য ১৪ কোটি ১৩ লাখ টাকা।