বাসস দেশ-২৯ : স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে একশ দোকান বন্ধ

365

বাসস দেশ-২৯
চট্রগ্রাম- দোকান
স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামে একশ দোকান বন্ধ
চট্টগ্রাম, ১৩ মে, ২০২০ (বাসস) : স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় বন্দর নগরী চট্টগ্রামের নন্দনকানন এলাকার রাইফেল ক্লাব ও মুসাফির খানা মার্কেটের একশটি দোকান বন্ধ করে দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ বুধবার অভিযান পরিচাললনা করে দোকানগুলো বন্ধ করে দেয়া হয়। দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব দোকান বন্ধ করা হয় বলে জানান সিএমপি’র কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করলে মিলবে সহযোগগিতা। অন্যথায় ঝুলবে তালা। জনসাধারণের কাছ থেকে থেকে অভিযোগ পেয়ে এই দুটি মার্কেটে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এক পর্যায়ে দুটি মার্কেটের একশ দোকান বন্ধ করে দেয়া হয়। তারা কেউ সরকারের আরোপ করা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করছিল না।
কোতোয়ালি থানা সুত্র জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে ব্যবসায়ীদের ব্যবসা করতে দেয়া হয়েছিল। যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক প্রেরিত শর্ত। এ শর্ত মেনে ব্যবসা করাই নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে অনেকে তা মানতে চাচ্ছে না।
বাসস/জিই/কেএস/কেসি/২১৪৫/স্বব