রাশিয়া ও চীনের নিরাপত্তা পরিষদের সিরিয়া বিষয়ক সভা বর্জন

346

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ১৩ মে, ২০২০ (বাসস ডেস্ক) : সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার ভিডিও কনফারেন্সকে মস্কো ‘অগ্রহনযোগ্য’ আখ্যায়িত করে রাশিয়া ও চীন মঙ্গলবার এই সভা বর্জন করেছে। খবর এএফপি’র।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা পরিষদের একজন সদস্য এ এফপিকে জানান, বৈঠকে রাশিয়া ও চীনের স্ক্রিন ফাঁকাই ছিল।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, মস্কোর একটিই অনুরোধ ছিল আর তা হলো সভাটি খোলামেলা ভাবে অনুষ্ঠিত হোক।
তিনি বলেন, দুঃখজনক ভাবে, আমাদের পশ্চিমা অংশীদারগণ ও তাদের মিত্ররা, প্রকাশ্য ও স্বচ্ছতার সঙ্গে বৈঠক অনুষ্ঠানে নিরাপত্তা পরিষদের স্লোগান সত্ত্বেও এই বেঠকটি অনানুষ্ঠানিক স্থানে রুদ্ধদ্বার অনুষ্ঠানের ওপর জোর দিয়েছে।