এবার তামিমের আড্ডার ‘হট-সিটে’ ডু-প্লেসিস

458

ঢাকা, ১২ মে ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মানুষকে কিছুটা বিনোদন দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
গত ২ মে এই লাইভ আড্ডা শুরু করেন তামিম। তার প্রথম লাইভ আড্ডার অতিথি ছিলেন দেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
এরপর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টি-২০ দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদ এবং দুই পেসার তাসকিন আহমেদ-রুবেল হোসেনকে নিয়ে লাইভ আড্ডায় মাতেন তামিম।
দলের বর্তমান সতীর্থদের পর জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক- নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে লাইভ আড্ডা আনেন তামিম।
তামিমের লাইভ সেশনে আড্ডায় খেলোয়াড়দের না জানা অনেক ঘটনাই জানতে পারেন ক্রিকেটপ্রেমিরা।
দেশের খেলোয়াড়দের গন্ডি পেরিয়ে এবার বিদেশী খেলোয়াড়দের দিকে নজর দিয়েছেন তামিম।
আগামীকাল রাত সাড়ে ১০টায় তামিমের লাইভে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ডান-হাতি ব্যাটসম্যান ফাফ ডু-প্লেসিস। এটি হবে তামিমের ষষ্ঠ লাইভ আড্ডা।
ডু-প্লেসিসের সাথে লাইভ আড্ডাটি সরাসরি দেখা যাবে তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেইজে।