বাসস দেশ-২৮ : পেট্রাপোল সীমান্ত দিয়ে তিন দিনে ৬৮০ জন যাত্রী দেশে ফিরেছেন

375

বাসস দেশ-২৮
পেট্রাপোল- যাত্রী
পেট্রাপোল সীমান্ত দিয়ে তিন দিনে ৬৮০ জন যাত্রী দেশে ফিরেছেন
কলকাতা, ১১ মে ২০২০ (বাসস) : গত তিন দিনে কোলকাতা থেকে আরও ৬৮০ জন আটকেপড়া বাংলাদেশী দেশে ফিরেছেন।
এর মধ্যে আজ ফিরেছেন ১৭৬ জন, রোববার ২৭৫ ও শনিবার ফিরেছেন ২২৯ জন ।
বাংলাদেশের কলকাতাস্থ উপ-হাইকমিশনের কন্স্যুলার মো: বশির উদ্দিন বাসস-কে এই তথ্য দিয়ে জানায়, আজকের যারা ফিরেছেন তাদের মধ্যে বেশির ভাগ চিকিৎসা ও অন্যান্য দরকারি কাজে ভারতের কলকাতা, দিল্লী, চেন্নাই, ভেলর ও হায়দ্রাবাদে গিয়েছিলেন। লকডাউন জারির কারণে সেখানে তারা আটকে পড়ে।
দিল্লী ও কলকাতাস্থ বংলাদেশের দূতাবাসের সহায়তায় এই সব যাত্রিরা কলকাতায় চলে আসে। পরে তারা সুবিধা মত সময় বিভিন্ন উপায়ে ভারতের হরিদাসপুর সিমান্ত দিয়ে বেনাপোল পৌঁছায়।
বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের সবাইকে যশোর জেলার ঝিকরগাছার সরকারি কোয়ারিন্টাইনে পাঠানো হয়েছে।
বাসস/সবি/কেসি/২১১৯/স্বব