বাসস বিদেশ-৯ : ভারতে ট্রেনে কাটা পড়ে ১৪ জন নিহত

252

বাসস বিদেশ-৯
ভারত ট্রেন মৃত্যু
ভারতে ট্রেনে কাটা পড়ে ১৪ জন নিহত
মুম্বাই, ৮ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের সন্ধানে থাকা ১৪ জন পরিযায়ী শ্রমিক শুক্রবার নিজ গ্রামে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
করোনাভাইরাসের সংক্রমন রোধে চলমান লকডাউনের কারণে কর্মহীন সর্বস্ব হারা এই শ্রমিকরা তাদের গ্রামে ফিরছিলেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পণ্যবাহী ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
কর্মকর্তারা বলেন, মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউন ঘোষণার পরে লাখ লাখ কর্মহীন পরিযায়ী শ্রমিক বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরতে শুরু করে , এই শ্রমিকরাও সেই হতভাগ্যদের একটি দল।
এই দুর্ঘটনার কয়েক ঘন্টা পরে ভারতের রেলমন্ত্রী টুইট করে জানান, লোক দেখে ট্রেনের চালক ব্রেক করেন, কিন্তু ঠিক সময়ে ট্রেনের গতি থামেনি।
এই দুর্ঘটনায় অপর তিনজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাসস/ এএফপি/অনু এমএবি/২০৩২/স্বব