দলে মনোবিদ চান ধোনি

340

নয়াদিল্লি, ৮ মে ২০২০ (বাসস) : বিশ্ব ক্রিকেটে ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিতি আছে ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী দলনেতা মহেন্দ্র সিং ধোনির। গত বিশ্বকাপের পর থেকেই আছেন ক্রিকেটের বাইরে। সবাই তাকে যত ‘কুল’ই মনে করুক না কেন সেই ধোনিই, ২২ গজে চাপ অনুভব করেন আবার ভয়ও পান
ক্রিকেট মাঠে সবচেয়ে শান্ত মেজাজে দেখা যায় ধোনিকে। সবকিছুই সহজভাবে গ্রহণ করেন। কঠিন পরিস্থিতিতেও তার কাছ থেকে সব কিছু সহজ মনে হতো। অথচ ধোনি, ২২ গজে ভয় পেতেন, সেটি স্বীকারও করলেন তিনি।
একটি সংস্থার হয়ে প্রচারে নামা ধোনি বলেন, ‘আমি যখন ব্যাট করতে নামি, তখন প্রথম পাঁচ-ছয়টা বল খেলার সময় আমার হৃৎপিন্ডের গতি বেড়ে যেত। আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়তাম। চাপ অনুভব করতাম। এমনকি ভয়ও পেতাম।’
ধোনির মত ভারতীয় ক্রিকেটের অনেকেরই ব্যাটিং বা বোলিংএর শুরুতে চাপ অনুভব করেন বলে জানান ভারতের সাবেক অধিনায়ক। এজন্য দলে একজন মনোবিদের প্রয়োজন আছে বলে জানান ধোনি, ‘এক জন মেন্টাল কন্ডিশনিং কোচ যদি নিয়মিত খেলোয়াড়দের সাথে থাকেন, তা হলে খেলোয়াড়দের সমস্যা বুঝতে পারবেন তিনি। মেন্টাল কন্ডিশনিং কোচেরা ১৫ দিনের জন্য এসে আবার চলে গেল, এমন হলে হবে না। সমস্যা থেকেই যাবে। কারণ ১৫ দিনের জন্য এলে এক জন কোচ শুধু তাঁর নিজের অভিজ্ঞতারশেয়ার করতে পারেন, বেশি কিছু করতে পারেন না।’
২০১১ সালে বিশ্বকাপ জয়ের সময় ভারতের সাথে মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে ছিলেন প্যাডি আপটন। সেটিও মনে করিয়ে দেন ধোনি।