বাসস ক্রীড়া-১০ : আজহারের সরঞ্জামাদি বিক্রি হলো ২২ লাখ রুপিতে

126

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-আজহার
আজহারের সরঞ্জামাদি বিক্রি হলো ২২ লাখ রুপিতে
করাচি, ৮ মে ২০২০ (বাসস) : করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য পাকিস্তান অধিনায়ক আজহার আলীর পছন্দের ক্রিকেট সরঞ্জামাদির মূল্য উঠেছে ২২ লাখ রুপি। নিলামে তোলা তার ব্যাট ও জার্সি ২২ লাখ রুপিতে বিক্রি হয়েছে।
দিবা-রাত্রির টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাট এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয় করা পাকিস্তান দলের সকল খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি নিলামে তোলেন আজহার।
নিলামে ব্যাট এবং জার্সির ভিত্তিমূল্য পাঁচ লাখ করে বেঁধে দিয়েছিলেন আজহার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে ব্যাট ও জার্সি নিলামে বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন আজহার।
১০ লাখ রুপিতে তার ব্যাটটি কিনে নিয়েছে পুনে ভিত্তিক ব্লেডস অব গ্লোরি জাদুঘর। আর জার্সিটি ১১ লাখ রুপিতে ক্রয় করেন পাকিস্তানে বসবাস করা ক্যালিফোর্নিয়া এক প্রবাসী। এছাড়া নিলামের সময় ১ লাখ রুপি দান করেছেন পাকিস্তানী নাগরিক জামাল খান।
বাসস/এএমটি/১৭৫৮/স্বব