ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

468

প্যারিস, ৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : ইউরোপে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। এসব মৃত্যুর অধিকাংশ ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সে ঘটেছে।
বৃহস্পতিবার গ্রীনিচ মান সময় ০৯১০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
এ পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ হচ্ছে ইউরোপ। এ মহাদেশের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ১৬ লাখ ৪০ হাজার ৭৯৯ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৫০ হাজার ১৩৮ জন মারা গেছে। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ২ লাখ ৬৩ হাজার ৫৭৩ জন প্রাণ হারিয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেনে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩০ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। এরপর ইতালিতে ২৯ হাজার ৬৮৪ জন, স্পেনে ২৬ হাজার ৭০ জন ও ফ্রান্সে ২৫ হাজার ৮০৯ জন মারা গেছে।