যুক্তরাষ্ট্রের জেলখানায় ৩০ হাজার বন্দী ও কারারক্ষী করোনায় আক্রান্ত

317

ওয়াশিংটন, ৭ মে , ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের জেলখানাগুলোতে বন্দী ও কারারর্ক্ষীদের মধ্যে ৩০ হাজার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখানে একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বুধবার এ কথা জানায়। সরকারী এক রিপোর্টে বলা হয়েছে, জেলখানার গার্ডরা এই রোগ ছড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইউসিএলএ ল’ স্কুলের কোভিড-১৯ বিহাইন্ড বার্স প্রকল্পের অধীনে সরকারী সূত্রের পরিসংখ্যান সমন্বয় করা এক রিপোর্টে বলা হয়, দেশব্যাপী ২০ লাখের বেশী কারাবন্দী রয়েছে, এদের মধ্যে ২১ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯৫ জনের ।
পাশাপাশি কারারক্ষীদের মধ্যে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৫৪ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের ।
কেন্দ্রীয়, অঙ্গরাজ্য এবং স্থানীয় কারা কর্তৃপক্ষের তথ্য সমন্বয় করে এই হিসাব পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ এবং মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।