অলিম্পিকে টি-১০ ফরম্যাটের ক্রিকেট চান মরগান

311

লন্ডন, ৭ মে ২০২০ (বাসস) : অলিম্পিক গেমসে দশ ওভারের ক্রিকেট চান ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োইন মরগান। তিনি বলেন, ‘অলিম্পিকে টি-২০ ক্রিকেট হলে বেশ আর্কষনীয় হবে। সকলেই এই ফরম্যাটকে উপভোগ করতে পাবে।’
১৯০০ সালের অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট অন্তর্ভুক্ত। এছাড়া ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমসেও ছিলো ক্রিকেট। অলিম্পিকে ক্রিকেট খুব বেশি অনুষ্ঠিত না হওয়ায়, ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই গেমস ক্রিকেটের অর্ন্তুভুক্তি চান মরগান। তবে সেটি টি-১০ লিগ দিয়েও হতে পারে।
মরগান বলেন, ‘অলিম্পিক ও কমনওয়েলথ গেমসে মাত্র একবার করে ক্রিকেট হয়েছে। তাই অনেকেই, অলিম্পিকে ক্রিকেট দেখতে চায়। ক্রিকেটের অন্য তিন ফরম্যাটের চেয়েও অলিম্পিক বা কমনওয়েলথ গেমসের টি-১০ ক্রিকেট হলে খুব ভালো হবে। এই ফরম্যাট বেশ আকর্ষণীয় হবে। অন্য তিন ফরম্যাটের মত খুব বেশি সময় নিয়ে আয়োজন করতে হবে না। টি-১০ ক্রিকেটে ১০ দিনের মধ্যে শেষ করা যাবে। আর সকলে এই ফরম্যাটকে উপভোগও করবে।’
ছোট ফরম্যাট হওয়ায় ক্রিকেটপ্রেমিরা এটি নিয়ে বেশ রোমাঞ্চিত হবে বলে জানান মরগান, ‘এই ফরম্যাট মাঠে গড়ালে সকলের কাছেই তা গ্রহনযোগ্যতা পাবে। অল্প সময়ের মধ্যে ক্রিকেটের সর্বোচ্চ প্রসার নিশ্চিত করবে। এই আসর নিয়ে ক্রিকেট ভক্তরা বেশ রোমাঞ্চিত হবে। কারন এই দেখতে খুব বেশি সময় লাগবে না। আর ব্যাটসম্যান-বোলার পুরো সময়ই আগ্রাসী থাকবে। এতে উত্তেজনা তৈরি হবে।’