করোনা চিকিৎসায় রেমডিসিভারের অনুমোদন দিতে যাচ্ছে জাপান

333

টোকিও, ৭ মে, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের পর এবার করোনা রোগীর চিকিৎসায় রেমডিসিভার ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে জাপান। আজ বৃহস্পতিবার এ অনুমোদন দেয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের পর জাপান হবে বিশ্বে রেমিডসিভার ব্যবহারকারী দ্বিতীয় দেশ। এদিকে চলতি মাসে দেশটি অন্য ঔষধ এভিগানেরও অনুমোদন দেবে বলে জানা গেছে।
সরকারের শীর্ষ পর্যায়ের মুখপাত্র ইউশিহিদে শুগা সাংবাদিকদের বলেন, কোন সমস্যা না থাকলে খুব দ্রুত আজই এই ঔষধের অনুমোদন দেয়া হবে।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের গিলিয়ার্ড সায়েন্সের তৈরি পরীক্ষাধীন ঔষধটি দ্রুত অনুমোদন দিতে তার সরকার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে জাপানের ফুজিফিল্ম তয়ামা কেমিক্যালের তৈরি এভিগানের অনুমোদন সরকার চলতি মাসেই দেবে বলেই জানিয়েছে শুগা। তবে এর আগে ঔষধটির ক্লিনিক্যাল ট্রায়াল কার্যকরভাবে শেষ হতে হবে।