বাসস দেশ-২১ : কোলকাতা থেকে আটকেপড়া আরও ১৩২ জন যাত্রী দেশে ফিরেছেন

355

বাসস দেশ-২১
কোলকাতা- আটকে পড়া
কোলকাতা থেকে আটকেপড়া আরও ১৩২ জন যাত্রী দেশে ফিরেছেন
কলকাতা, ৩ মে, ২০২০ (বাসস) : করোনাভাইরাস এর কারণে ভারত সরকারের জারি করা লকডাউনে কোলকাতায় আটকে পড়া ১৩২ জন বাংলাদেশী আজ দেশে ফিরেছেন । এর মধ্যে ৬১ জন বিমান বাংলাদেশ যোগে দুপুরে দেশে ফিরেন। বাকি ৭১ জন ফিরেছেন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে।
কলকাতা উপ-হাইকমিশনের মুখপাত্র মো: বশির উদ্দিন বাসসকে এই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার দুপুর আড়াই’টায় ভারত সরকারের বিধি মেনে কোলকাতা সুভাষ চন্দ্র বোস আন্তর্জাাতিক বিমানবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর অড়াইটায় ঐ ৬১ জন বাংলাদেশী যাত্রি নিয়ে বিমান বাংলাদেশ কলকাতা ত্যাগ করে।
বশির জানান, একইভাবে ভারতের পেট্রাপোল সিমান্ত দিয়ে রবিবার আরও ৭১ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন। এ ছড়া এদিন পেট্রাপোল দিয়ে এক ব্যক্তির মৃতদেহ পাঠানো হয়েছে। এই ব্যক্তি চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। বেনাপোল ইমিগ্রেশনে কাজ শেষে স্বাস্থ্য পরীক্ষার পরে তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
বাসস/ডিএম/কেসি/২১৪০/স্বব