বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

535

প্যারিস, ১ মে, ২০২০ (বাসস ডেস্ক) : মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার ২ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। গ্রীনিচ মান সময় ১৯০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের
সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ লাখ ৩০ হাজার ৩০৯ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২ লাখ ১৮ হাজার ৪১৫ জনে দাঁড়িয়েছে।
বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় ১ লাখ ৩৭ হাজার ৭১৪ জন প্রাণ হারিয়েছে। অপরদিকে কোভিড-১৯ ভাইরাসে একক দেশ হিসেবে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ৬১ হাজার ৭১৭ জনের মৃত্যু হয়েছে।
গত ডিসেম্বরে চীনে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়া এ বৈশ্বিক ভাইরাসে প্রাণ হারানো প্রায় ৯০ শতাংশ মানুষই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিক।