বাসস বিদেশ-১০ : বিদেশী করোনা রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করবে জার্মানী

382

বাসস বিদেশ-১০
জার্মানী ভাইরাস
বিদেশী করোনা রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন করবে জার্মানী
বার্লিন, ২০ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক) : ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা করোনা রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে জার্মানী।
শুভেচ্ছার নিদর্শন হিসেবে তারা এ কাজটি করবে বলে সোমবার জানান দেশটির স্বাস্থ্য মন্ত্রী জেন্স স্পান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র জানান, জার্মানী মোট ২২৯ জন বিদেশী করোনা রোগীর চিকিৎসা করেছে। এর মধ্যে ফ্রান্সের ১৩০ জন, ইতালির ৪৪ এবং নেদারল্যান্ডস এর ৫৫ জন।
সোমবার মন্ত্রীদের সাথে বৈঠকের আগে স্পান জানান, এদের চিকিৎসায় খরচ হয়েছে দুই কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ইউরোপীয় সংহতির কারণে জার্মানী এ খরচ বহন করবে।
প্রতিবেশীদের তুলনায় জার্মানীতে করোনায় আক্রান্ত রোগী কিংবা মৃত্যুর সংখ্যা কম। সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪০,০০০। মৃতের সংখ্যা হয়েছে ৪,৪০৪ জন। যেখানে স্পেন ও ইতালির প্রত্যেক দেশে মারা গেছে ২০ হাজারেরও বেশি লোক। ফ্রান্সে মারা গেছে ২০ হাজারের কাছাকাছি এবং ব্রিটেনে ১৬ হাজারেরও বেশি লোক।
সংকটের শুরুতে জার্মানীতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে বেডের সংখ্যা ছিল ২৮ হাজার। এটি পরে বাড়িয়ে ৩০ হাজার করা হয়। রোববার নাগ্দা ১২,৬০০ বেড খালি হয়ে যায়।
এদিকে জার্মানীতে কয়েকসপ্তাহের লকডাউন শেষে সোমবার থেকে কিছু কিছু দোকানপাট খুলে দেয়া হয়েছে।
শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন।
বাসস/জুনা/২১২০/স্বব