বাসস ক্রীড়া-৭ : স্থগিত হলো শ্রীলংকা-দ:আফ্রিকা সিরিজও

225

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-সিরিজ
স্থগিত হলো শ্রীলংকা-দ:আফ্রিকা সিরিজও
কলম্বো, ২০ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে আরও একটি দ্বিপাক্ষীক সিরিজ স্থগিত হয়ে গেল। শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ স্থগিত হলো। আগামী জুনে নিজ দেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দু’টি সিরিজ খেলার সূচি ছিলো শ্রীলংকার। কিন্তু করোনাভাইরাসে ভেস্তে গেল এই সিরিজটিও।
আজ শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যৌথভাবে সিরিজ স্থগিত করার সিদ্বান্ত নেয়। এমন তথ্যই জানালেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাকব পাল।
তিনি বলেন, ‘এটি খুবই দুঃখজনক যে, অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে সিরিজটি স্থগিত করতে হলো। ক্রিকেট স্বাভাবিক রূপে ফিরলে যত দ্রুত সম্ভব আমরা পূনরায় সফরের সূচি নির্ধারন করব । এই মূর্হুতে পুরো বিশ্বের অবস্থাই ভয়ানক। লকডাউনের কারণে কোন ক্রিকেটারই অনুশীলনে নেই। এর মধ্যে সকল মানুষ-ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষা করাই সবচেয়ে বেশি জরুরী।’
বাসস/এএমটি/১৮৪০/স্বব