বাসস দেশ-২০ : চট্টগ্রামে প্রস্তুত হচ্ছে ‘হলি ক্রিসেন্ট’ ও নাভানা’র ফিল্ড হাসপাতাল

407

বাসস দেশ-২০
চট্টগ্রাম- হাসপাতাল
চট্টগ্রামে প্রস্তুত হচ্ছে ‘হলি ক্রিসেন্ট’ ও নাভানা’র ফিল্ড হাসপাতাল
চট্টগ্রাম, ১৯ এপ্রিল, ২০২০ (বাসস) : চট্টগ্রামে প্রস্তুত হচ্ছে হলি ক্রিসেন্ট হাসপাতাল ও নাভানা ফিল্ড হাসপাতাল। করোনা রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটর সহ ২০ বেডের আইসিইউ ইউনিট এবং একশত শয্যা বিশিষ্ঠ পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নিচ্ছে হলি ক্রিসেন্ট হাসপাতাল।
এছাড়াও নগরীর সিটি গেইট এলাকায় হচ্ছে ৬ হাজার ৮’শ বর্গফুটের নাভানা ফিল্ড হাসপাতাল। ৬০ শয্যার এই হাসপাতালে থাকছে ১০ টি ভেন্টিলেটর সংযুক্ত আইসিইউ।
রোববার বিকেলে হাসপাতাল দুটির অগ্রগতি দেখতে যান সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বন্ধ থাকা অভিজাত হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসায় নতুনভাবে চালু করার উদ্যোগ নেয় চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন। এটি তৈরীতে সব ধরণের সহযোগিতা দিচ্ছেন সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন।
এদিন কাজের অগ্রগতি পরিদর্শনকালে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, কাজের অগ্রগতির ধারায় আগামী দু-চার দিনের মধ্যেই এই বেসরকারি হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে।
এটি চালু হলে চট্টগ্রামে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবায় একটি নতুন মাত্রা যুক্ত হবে বলে জানান তিনি।
একই সময়ে নগরীর আকবর শাহ থ্নাাধীন সলিমপুর পাকা রাস্তার মাথা এলাকায় নির্মাণাধীন নাভানা গ্রুপের ৬ হাজার ৮শত বর্গফুটের ফিল্ড হাসপাতাল পরিদর্শনে যান মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে নাভানা অটোমোবাইলস কর্তৃক প্রদত্ত জায়গায় এই হাসপাতাল হচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে।
নগরীর সিটি গেইট এলাকায় ৬০ শয্যা বিশিষ্ঠ এই হাসপাতালে ১০ টি ভেন্টিলেটর সংযুক্ত আইসিইউ, ৫০ জন স্বেচ্ছা সেবক, ১০ জন ডাক্তার ও ৫ জন নার্স সার্বক্ষণিক সেবা প্রদান করবেন বলে মেয়রকে অবহিত করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া।
এসময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) চট্টগ্রামের উপ পরিচালক শরীফুল হাসান, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, সিটি করপোরেশনের প্রাক্তন কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র সাড়ে ৬ হাজার বর্গফুট আয়তনে ৬০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালের শেষপর্যায়ের নির্মাণ কাজ, বিশেষায়িত লিফটব্যবস্থা (অ্যাম্বুলেন্স উপরে তোলা যায়) চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীদের থাকার ঘর, অভ্যর্থনা কক্ষ,সেনিটেশন ব্যবস্থা, রান্নার স্থান, অফিসকক্ষসহ সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
বাসস/জিই/কেসি/২২১০/স্বব