বাসস দেশ-২৫ : ভারত থেকে আরও ৭৬ জন বাংলাদেশী বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন

358

বাসস দেশ-২৫
কোলকাতা- বাংলাদেশী যাত্রী
ভারত থেকে আরও ৭৬ জন বাংলাদেশী বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন
কোলকাতা, ১৫ এপ্রিল, ২০২০ (বাসস) : কোলকাতা থেকে আজও ৭৬ জন বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছেন। এই নিয়ে গত পাঁচ দিনে বাংলাদেশী পাসপোর্টধারী মোট ২৯০ জন যাত্রী দেশে ফিরলেন।
কোলকাতার বিভিন্ন স্থানে লকডাউনের কারণে আটকে থাকা এইসব যাত্রী ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল সিমান্ত দিয়ে দেশে ফিরেছেন।
কলকাতা উপ-হাইকমিশনের কন্স্যুলার মো: বশির উদ্দিন জানান, ভারত সরকারের আনুমতি জারির পর থেকেই নিজ নিজ চেষ্টায় তারা দেশে ফেরতে শুরু করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে আটকে থাকার কারণে বাংলাদেশী নাগরিকরা নানা সমস্যায় মানবেতর জীবন যাপণ করছিলো, এর মধ্যে আর্থিক সংকট ছিল প্রকট।
এই কারণে এরা সবাই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সরকারি বিধি মেনেই ফিরতে রাজি হন। কলকাতা উপ-হাইকিশন তাদের দেশে ফেরার ব্যাপারে সব রকমের সহায়তা দিয়েছে। এই অবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী দেশেফিরছেন বলে বশির জানান।
কোল/ডিএম/কেসি/২২৪০/স্বব