বাসস দেশ-৩৪ : শাহজালাল বিমানবন্দরে ধোঁয়া

709

বাসস দেশ-৩৪
বিমানবন্দর-আগুন
শাহজালাল বিমানবন্দরে ধোঁয়া
ঢাকা, ১৫ জুলাই ২০১৮ (বাসস) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে আজ সামান্য ধোঁয়া উঠতে দেখা গেলেও তা কয়েক মিনিট পরেই মিলিয়ে যায়। এটি নিয়মিত বিমান চলাচলে কোন ধরনের বিঘ্ন ঘটায়নি।
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মো. মহিবুল হক টেলিফোনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসস’কে বলেন, ‘ধোঁয়া দেখা গেলেও আমরা কিন্তু কোন ধরনের আগুন দেখতে পাইনি। এটা ছিল খুবই সামান্য একটি ঘটনা কয়েক মিনিট পরেই ধোঁয়া মিলিয়ে যায় এবং এমনকি এক সেকেন্ডের জন্যও তা বিমান বন্দরের কার্যক্রম বিঘ্নিত হয়নি।’
ধোঁয়া দেখতে পাওয়ার খবর পেয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরা জোনের ফায়ার সার্ভিস ইউনিট সমূহ ঘটনাস্থলে ছুটে যায়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন।
তিনি বলেন, ‘এখন ফায়ার সার্ভিসের কর্মিরা ধোঁয়ার উৎস খুঁজে বের করতে কাজ করছেন।’
উত্তরা জোনের ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকার টার্মিনাল-২ এর দ্বিতীয় তলায় ধোঁয়া উঠতে দেখা যায়।
বাসস/টিএ/এমকে/২৩১৭/এইচএন