বাসস দেশ-২২ : সিলেটে ভ্রাম্যমান আদালতে ১১শ’ ৯৬ মামলা, জরিমানা আদায়

240

বাসস দেশ-২২
সিলেট- জরিমানা
সিলেটে ভ্রাম্যমান আদালতে ১১শ’ ৯৬ মামলা, জরিমানা আদায়
সিলেট, ১১ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের সংক্রমণ রোধে এখানে প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে।
গতকাল শুক্রবার পর্যন্ত ২৩ লাখ ২৫ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের ২০টি ভ্রাম্যমান আদালত।
আদেশ অমান্য করে দোকান খোলা রাখা, অপ্রয়োজনে ঘোরাফেরা এবং যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযানে ১১শ’ ৯৬টি মামলার বিপরীতে এ পরিমাণ জরিমানা আদায় হয় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এইচ এম মাহফুজুর রহমান।
তিনি বলেন, সরকারের আদেশ অমান্য করে মানুষ অযথা ঘুরাফেরা করছে। কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি বাড়লেও জেলার বিভিন্ন উপজেলায় মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে না। আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি, বোঝাচ্ছি। তবুও যারা আদেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে জরিমানা করতে বাধ্য হচ্ছে ভ্রাম্যমান আদালত।
এদিকে, আজ শনিবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। জেলার কানাইঘাট উপজেলায় সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫টি মামলার বিপরীতে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান বলেন, যেহেতু আজ থেকে সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে মানুষকে ঘরে রাখতে ভ্রাম্যমান আদালত আরো কঠোরতা আরোপ করবে।
বাসস/সংবাদদাতা/কেসি/১৮৫৯/আরজি