বিশ্বকাপ না হলে অক্টোবর-নভেম্বরে আইপিএল!

266

নয়া দিল্লি, ৭ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি আইপিএল। গেল ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিলো আইপিএলের। আর আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-২০ বিশ্বকাপ। করোনাইভাইরাসের কারনে বিশ্বকাপ নিয়ে শঙ্কা রয়েছে। ইতোমধ্যে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সঠিক সময়েই হবে। কিন্তু বিশ্বকাপ যদি ঐ সময় না হয়, তবে আইপিএল আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘যদি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজনের চিন্তা-ভাবনা করা হচ্ছে।’
বিসিসিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই মূর্হুতে পরিস্থিতি কঠিন। সবকিছুই লকডাউন। অস্ট্রেলিয়া সাফ জানিয়েছে, ছয় মাস কাউকে তাদের দেশে ঢুকতে দিবে না। হয়তো পরিস্থিতি এর মধ্যে স্বাভাবিক হতেও পারে। যদি আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেয় এবং অবস্থার উন্নতি হয় তাহলে অক্টোবর-নভেম্বর আইপিএল আয়োজনের সেরা সময়।’
১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজন করার সূচি রয়েছে। প্রথম রাউন্ড পেরিয়ে মূল প্রতিযোগিতায় খেলতে হবে বাংলাদেশকে। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। গ্রুপের সেরা হলেই পরের রাউন্ডে খেলতে পারবে বাংলাদেশ।