বিশ্বকাপ ও আইপিএল নিয়ে আশাবাদি কামিন্স

183

সিডনি, ৭ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে নির্দিষ্ট সময়ে শুরু পারেনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কা উঁিকঝুঁিক মারছে। তবে এই দু’টি টুর্নামেন্ট নিয়েই আশাবাদি অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার প্যাট কামিন্স।
গেল ২৯ মার্চ থেকে শুরুর সূচি ছিলো আইপিএলের। কিন্তু করোনাভাইরাসের কারনে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষনা করা হয়। ফলে আইপিএলের ১৩তম আসর নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। আইপিএলের ১৩তম আসরে সবচেয়ে দামি বিদেশী খেলোয়াড় এই কামিন্স। নিলামে ১৫ কোটি ৫০ লখ রুপিতে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।
কামিন্স আশাবাদি, খুব শীঘ্রই আইপিএল হবে। তিনি বলেন, ‘ টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ক্রিকেটারই আশাবাদী যে আইপিএল হবেই। কিন্তু সবার আগে দেখতে হবে, সংক্রমণ যেন ছড়াতে না পারে। সবার সুরক্ষা সবকিছুর আগে। পরিস্থিতি অনুকূলে আসলেই আইপিএল আয়োজন করা উচিত।’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ব্যাপারে কামিন্স বলেন, ‘নাইট পরিবারের অনেকেই ইতিবাচক। ওরা আত্মবিশ্বাসী, এই সঙ্কট শেষ হলেই এই প্রতিযোগিতাটি শুরু হবে। আমি নাইটদের হয়ে খেলতে মুখিয়ে আছি।’
আইপিএলের মত টি-২০ বিশ্বকাপ নিয়েও আশাবাদি কামিন্স। তিনি বলেন, ‘টি-২০ বিশ্বকাপের এখনো অনেক দেরি। আশা করি, এর আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে। যথাসময়েই বিশ্বকাপ হবে। সকলের প্রত্যাশা এমনই। দেশের মাটিতে বিশ্বকাপ খেলাটা হবে স্বপ্নের মেেতা।’