বাসস দেশ-৬ : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ কোটি টাকা অনুদান নৌপরিবহন মন্ত্রণালয়ের

131

বাসস দেশ-৬
নৌ-মন্ত্রণালয়-অনুদান
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩১ কোটি টাকা অনুদান নৌপরিবহন মন্ত্রণালয়ের
ঢাকা, ৬ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনা পরিস্থতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৩১ কোটি টাকা অনুদান দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের কর্মকর্তা-কর্মচারিদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এবং অনুদান বাবদ ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ১১৮ টাকার চেক প্রদান করা হয়।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের নিকট অনুদানের চেক প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ সময়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণ করেন।
বাসস/সবি/বিকেডি/১৪১০/-আসাচৌ