দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, একজন লোকও অনাহারে থাকবেন না : শিক্ষা উপমন্ত্রী

341

চট্টগ্রাম, ৫ এপ্রিল, ২০২০ (বাসস) : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশএখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে একজন লোকও অনাহারে থাকবেন না। সবার জন্য খাদ্যের সহজলভ্যতা এবং নিরাপত্তাটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
তিনি আজ চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায়এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা উপস্থিত ছিলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের অনেক জায়গা থেকে সাধারণ নাগরিকরা এসে চট্টগ্রামে কাজ করছেন, থাকছেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট- সীতাকুন্ড, ভাটিয়ারি, কালুরঘাট এলাকায় অনেক নি¤œবিত্ত মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এ অবস্থায় কে স্থানীয় ভোটার, কে ভোটার না- সেটা কোনোভাবেই যাতে আমরা বিবেচনায় আনি না।
তিনি বলেন, ত্রাণ বন্টনে যাতে সমতা থাকে- অর্থাৎ যার যেখানে ত্রাণ প্রাপ্য সে যাতে ত্রাণ পায়- সেটি আমাদের নিশ্চিত করতে হবে।