আগেভাগেই ভারতে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ স্থগিত

149

নয়া দিল্লি, ৪ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে আগেভাগেই স্থগিত হয়ে গেল অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিশ্বকাপ ফুটবল। যা আগামী নভেম্বরে ভারতের হবার কথা ছিল। আজ এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা ওয়ার্কিং গ্রুপ। তারা জানায়, বিশ্বজুড়ের চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির জেরে এই প্রতিযোগিতা স্থগিত করা হলো।
আগামী ২ নভেম্বর থেকে ভারতে শুরুর কথা ছিলো এই প্রতিযোগিতা। ২১ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামতো ছোট বিশ্বকাপের। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিত। বিশ্বকাপের জন্য পাঁচ ভেনু্যুকে বেছে নেওয়া হয়েছিল। ভেন্যুগুলো হলো- কলকাতা, গুহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও মুম্বাই।
এর আগে মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারত কখনও খেলেনি। স্বাগতিক হিসেবে এবারই প্রথম অংশ নেওয়ার কথা ছিল তাদের।
শুধু মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপই নয়, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত করেছে ফিফা ওয়ার্কিং গ্রুপ। তারা জানায়, ‘আগস্ট ও সেপ্টেম্বরের পানামা ও কোস্টারিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে নভেম্বরে ভারতের অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ।’