করোনাভাইরাসের জন্য ইউনিসেফকে ১ মিলিয়ন ডলার দিলেন নেইমার

240

সাও পাওলো, ৪ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য ইউনিসেফকে ১ মিলিয়ন ডলার দিলেন প্যারিস সেন্ট জার্মেই ও ব্রাজিলের সুপার স্টার নেইমার। ব্রাজিলিয়ান টেলিভিশন শো ‘ফোফোকালিজান্দো’র মাধ্যমে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ এমনটাই জানিয়েছে।
ইউনিসেফকে ছাড়াও ব্রাজিলিয়ান একটি টিভির প্রেজেন্টার লুসিয়ানো হাকের চ্যারিটেবল ফান্ডে আরও কিছু দান করেছেন নেইমার। নেইমারের ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের এক সংস্থায় বড় অঙ্কের দান করেছেন।
করোনাভাইরাসের কারণে ইউরোপের সব বড় বড় ফুটবল টুর্নামেন্ট স্থগিত। এজন্য ক্লাবের অনুমতি নিয়ে নিজ দেশ ব্রাজিলে অবস্থান করছেন তিনি। দেশে ফিরেও কোয়ারেন্টিন ভাঙার অভিযোগ উঠে তার বিপক্ষে। তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানিয়েছে, কোয়রান্টিনেই রয়েছেন তিনি। শুধু তিনি নন, তাঁর সঙ্গে যাঁরা ফ্রান্স থেকে ব্রাজিলে ফিরেছেন, তাঁরা সবাই কোয়ারেন্টিনে রয়েছেন।