নড়াইলবাসীর জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করছেন মাশরাফি

259

ঢাকা, ৪ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্তরা আছেন হাসপাতালে। তাদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। এর মধ্যে কেউ অন্য রোগে আক্রান্ত হলে, তাদের পুরোপুরিভাবে সেবা দিতে পারছেন না। তাই নিজ জেলা নড়াইলের মানুষদের জন্য নিজ উদ্যোগে ভ্রাম্যমাণ সেবা চালু করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন মাশরাফি। এরআগে নিজের তহবিল থেকে প্রায় ১২শ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছেন এবং চিকিৎসক-নার্সদের জন্য ৫শ পিপিই দিয়েছেন মাশরাফি।
নড়াইল এক্সপ্রেসের ‘ভ্রাম্যমাণ মেডিকেল টিম’ রোববার থেকেই নড়াইল ও লোহাগড়ার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবায় নিয়জিত থাকবে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও বার্তায় মাশরাফি নিজেই এ ঘোষণা দেন।
মাশরাফি বলেন, ‘প্রিয় নড়াইলবাসী আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী রোববার (৫ এপ্রিল) ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং এখানে (ভ্রাম্যমাণ টিমে) দু’টো মোবাইল নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডাঃ দ্বীপ বিশ্বাস এবং তার সহধর্মীনী ডাঃ স্বপ্না রানী সরকার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নড়াইলের সন্তান এবং নড়াইলকে সহযোগিতা করার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আশা করছি, নড়াইলে আরও যারা ডাক্তার আছেন, নড়াইলের সন্তান, আপনারাও এগিয়ে আসবেন।
এ মূর্হুতে সবচেয়ে বেশি জরুরি, আপনার ঘরে থাকা. ধৈর্য্য ধারণ করুন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উৎরে উঠবো বলে আশা করছি। আবারও বলছি আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নিবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানান এই সিন্ধান্তটা নেয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।’