এককভাবে সশস্ত্র বাহিনীর দ্বারা ত্রাণ বিতরণ সম্পর্কিত খবর নাকচ করেছে পিএমও

586

ঢাকা, ৩ এপ্রিল, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) আজ সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনকে ‘অসত্য’ বলে বর্ণনা করেছে। খবরে বলা হয়েছে যে, সরকার কোভিড-১৯ মোকাবেলায় সারা দেশে সবকিছু বন্ধ থাকা অবস্থায় দুস্থ লোকদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ কেবল সশস্ত্র বাহিনীর ওপর অর্পণ করেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন।
গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, এখন থেকে সেনাবাহিনী এবং নৌবাহিনীই কেবল ত্রাণ বিতরণ করবে বলে কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রেস সচিব এ মন্তব্য করেছেন।
করিম বলেন, ওই বৈঠকে এ ধরণের কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।”
দেশ যখন কোভিড মহামারি পরিস্থিতি মোকাবেলা করছে তখন জল্পনা কল্পনা দ্বারা পরিচালিত না হয়ে, তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে প্রতিবেদন প্রকাশ করার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।