নাটোরে স্বাস্থ্য সামগ্রী প্রদান করলেন পলক

349

নাটোর, ৩ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য সামগ্রী প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি আজ শুক্রবার দুপুরে নাটোর সার্কিট হাউসে নিজ উদ্যোগে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমানের কাছে আট হাজার মাস্ক, চার হাজার জোড়া গ্লাভস ও পাঁচশত পিপিই হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার(এসপি) লিটন কুমার সাহা, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ সরকারী কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা।
প্রতিমন্ত্রী পলক বলেন, সুরক্ষিত থেকে চিকিৎসকদের অসুস্থ্য মানুষকে চিকিৎসা প্রদান করতে হবে। এক্ষেত্রে এসব সুরক্ষা সামগ্রী তাদের মানসিক প্রশান্তি এনে দেবে এবং সুচিকিৎসা নিশ্চিত হবে।