চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ স্থাপন করা হচ্ছে

334

চট্টগ্রাম, ৩ এপ্রিল, ২০২০(বাসস) : করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন করা হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা মতে এ কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, ‘মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ দেশে ৮ বিভাগের ১১টি হাসপাতালে আইসিইউ সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০শয্যার আইসিইউ চালু করার লক্ষ্যে কাজ শুরু করেছি।’
এ ছাড়াও দুর্যোগকালীন চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ এবং ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।