নাটোরে সাংবাদিকদের শিশু ও নারী বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ শুরু

460

নাটোর, ৩১ মার্চ, ২০১৮(বাসস) : শিশু ও নারী বিষয়ে রিপোর্ট ও ফিচার লেখায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে কর্মরত ৩০ জন সাংবাদিকের জন্যে আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ আজ শনিবার থেকে হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট নাটোর হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ আয়োজন করেছে।
পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী জানান, দুই দিনের প্রশিক্ষণে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের শিশু ও নারী বিষয়ে রিপোর্টিং-এর জন্যে সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সমৃদ্ধকরণ, শিশু ও নারী বিষয়ে রিপোর্টিং এবং ফিচার লেখায় উদ্বুদ্ধকরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিবাচকতা ও অপ-সাংবাদিকতার নেতিবাচকতা, সাংবাদিকতার নীতিমালা ও আইন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
উদ্বোধনী দিনে শিশু অধিকার সনদ, গণমাধ্যমে শিশু অধিকার সনদের প্রতিফলন, শিশুর মানসিক বিকাশে শিশু সনদের ভূমিকা, শিশু বিষয়ক লেখার বিষয় নির্বাচন কৌশল এবং শিশু বিষয়ক রিপোর্টিং ও ফিচার লেখা বিষয়ে মোট পাঁচটি সেশন থাকছে।